United Arab Emirates flag Embassy of the United Arab Emirates in Dhaka

Address191 Gulshan North Avenue
Dhaka 1212
Bangladesh
Phonelocal: (02) 988.2277
international: +880.2.988.2277
Faxlocal: (02) 881.1983
international: +880.2.881.1983

» Can I visit the United Arab Emirates without a visa?

Comments on this Embassy

shakar
Mon, 10 Oct 2016 12:04 EDT
ভিসা ভিসা ভিসা
ভাই আমি নিয়মিত খবর নিতেছি, আপনার থেকে বেশি আমার আববু আর আমার বড় ভাই আমিরাতে থাকে আমি যাওয়ার জন্য অপেক্ষায় আছি,ইনসাআল্লাহ ভিসা যদি খুলে সবাই জানতে পারবে আর সব মিড়িয়াতে বলবে,
shawon
Mon, 10 Oct 2016 11:10 EDT
@shakar
vau jara palost gulo dichchi khoj khobor niyei dichchi.Atn news o ei khobor ta dise.khoj khobor rakhen apnio jante parben. amader shomoy potrikateo diyeche.
shakar
Mon, 10 Oct 2016 10:47 EDT
ভিসা ভিসা ভিসা
আপনারা কি আমিরাতের শেখের সাথে থাকেন না কথা বলেন, আমাদের সরকার জানেনা আমিরাতে ভিসা কবে খুলবে আর আপনারা বলতেছে ভিসা নাকি খুরবে আমিরাত থেকে লোক আসবে শ্রমিক নেওয়ার বেপারে আচ্ছা আপনাদের কি কোন কাজ নাই এই মিথ্যা কথা বলা ছারা আমাদের দেশের লোক বোকা নাকি যাই বরতেছেন বিস্শাস করে পেলবে শুনেন ভিসা যদি খুলে সবাই জানবে সৌদির ভিসার মত সবাই জানবে ওকে
siplu
Mon, 10 Oct 2016 08:34 EDT
visa
হোম> অর্থনীতি
সংযুক্ত আরব আমিরাতের ভবিষ্যতে বাংলাদেশ শ্রমিক নেওয়ার কথা বিবেচনা

জ্যেষ্ঠ প্রতিবেদক, bdnews24.com

Published: 2016-10-10 16: 59: 40.0 BdST Updated: 2016-10-10 16: 59: 40.0 BdST

সংযুক্ত আরব আমিরাত কৃষি, মৎস্যচাষ বিদেশী কর্মীদের জন্য একটি ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে "ভবিষ্যতে" বাংলাদেশী শ্রমিকদের নিয়োগের বিবেচনা করা হবে, একজন মন্ত্রী বলেছেন.

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ থানি বিন আহমেদ আল Zayudi মন্ত্রী রোববার পররাষ্ট্র মোঃ শাহরিয়ার আলম প্রতিমন্ত্রী পূরণ ব্যাংককে এশিয়া কো-অপারেশন ডায়ালগ (এসিডি) এর ফাঁকে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে.

তারা বাংলাদেশী ও অভিবাসী শ্রমিকদের কল্যাণে সংযুক্ত আরব আমিরাতের শ্রম মার্কার "পুনরায়" দ্বিপক্ষীয় বিষয় ব্যাপক আলোচনা.

সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের শীঘ্রই বাংলাদেশী শ্রমিকদের জন্য তার চাহিদা মূল্যায়ন করার কথা রয়েছে.

প্রতিমন্ত্রী বৈঠকে যে দর্শন উল্লেখ করা, এবং আশা প্রকাশ করেন যে দর্শন বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের বাজার "পুনরায়" এর পথ সুগম হবে.

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী তারপর বলেন, তারা "অবশ্যই" বিদেশী শ্রমিকদের জন্য ক্রমবর্ধমান দাবির পরিপ্রেক্ষিতেই যে বিবেচনা করবে ভবিষ্যতে.

তেল সমৃদ্ধ আমিরাতের 1.2 মিলিয়ন শ্রমিক দিয়ে, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের শ্রম জন্য দ্বিতীয় বৃহত্তম গন্তব্য.

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা নতুন কর্মী গ্রহণ বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে তার জনবল নিয়োগ প্রক্রিয়া ওভারহোলিং করা বলা হয়েছিল.

প্রতিমন্ত্রী আরো সংযুক্ত আরব আমিরাতে এক্সপো 2020 এ বাংলাদেশের জন্য কিছু "ভালো স্টল" জন্য অনুরোধ.

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী পুনর্নবীকরণযোগ্য শক্তির সৌর এবং অন্যান্য ফর্ম তার সবুজ শক্তি পোর্টফোলিও জোরদার করার জন্য নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জলবায়ু পরিবর্তন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির জন্য আবু ধাবি ফান্ড 'এর সুবিধা গ্রহণ করতে বাংলাদেশ প্রস্তাব.

তিনি আগামী বছরের জানুয়ারিতে আবুধাবিতে এসিডি টেকসই জ্বালানি মন্ত্রী সভায় বাংলাদেশ আমন্ত্রিত.

তিন দিনব্যাপী দ্বিতীয় এসিডি শীর্ষ সম্মেলন আঞ্চলিক উন্নয়ন সেইসাথে সহযোগিতা এবং উপায় উন্নত এবং এশীয় ঐক্য শক্তিশালী করার জন্য আলোচনা করার পর সোমবার ব্যাংকক মধ্যে সমাপ্ত হবে.
UTTAM ROY
Mon, 10 Oct 2016 07:53 EDT
UAE VISA
NA ASIF VAI AMI BANGLADESHE THAKI . AMIO APNAR MOTO EKJON JE....DUBAI JABAR JONNO EI 4 BOCHOR WAIT KORE ASE . EKHON DEKHI KI HOY EI 16 TARIKHER SOFOR ER PORE . VALO THAKBEN SOBAI .
UTTAM ROY
Mon, 10 Oct 2016 06:58 EDT
UAE VISA
NA ASIF VAI AMI BANGLADESHE THAKI . AMIO APNAR MOTO EKJON JE DUBAI JABAR JONNO EI 4 BOCHOR WAIT KORE ASE . EKHON DEKHI KI HOY EI 16 TARIKHER SOFOR ER PORE . VALO THAKBEN SOBAI .
UTTAM ROY
Mon, 10 Oct 2016 04:42 EDT
UAE VISA
বন্ধুরা, ইউ এ ই তে বাংলাদেশীদের ভিসা খোলা নিয়ে আপনি যা জানতে চান
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা খোলা এখন সময়ের ব্যাপার মাত্র
‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌
.......জাহাঙ্গীর কবীর বাপপি, ইউ এ ই প্রতিনিধি দৈনিক পূর্বকোণ ......
--------------------------------------------------------------------------------------
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা খোলা এখন সময়ের ব্যাপার মাত্র। এ নিয়ে আমিরাতে প্রবাসীদের মধ্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
বিগত চার বছরের অধিক কাল ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের জন্য সব ধরণের ভিসা বন্ধ রয়েছে। ২0১২ সালের মধ্য আগস্টে ইউ এ ই বাংলাদেশীদের জন্য ভিসা ইস্যু করা বন্ধ করে দেয়। ভিসা সংকট সুরাহা হবার একটা আশা দেখা দিয়েছিল বিগত ২০১৪'র ২৫-২৭ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর ইউ এ ইতে রাষ্ট্রীয় সফরকালে এ ব্যাপারে তার প্রতিপক্ষের সাথে আলোচনা হবার পর থেকে।প্রধানমন্ত্রী পর্যায়ের এ সফরকালে দুইটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বানিজ্য ও নিরাপত্তা সহযোগিতা চুক্তিও হয়েছিল।
তখন ধারণা করা হয় যে এটি ভ্রাতৃ প্রতীম দুদেশের মধ্যে সম্পর্কোন্নয়নে বিশাল ভুমিকা রাখবে, আমিরাতে বাংলাদেশীদের বন্ধ ভিসার দ্বার অবমুক্ত করবে এবং অপরাধ দমন বা প্রতিরোধের ব্যাপারে দু দেশের মধ্যে সহযোগিতা বাড়বে। এ সময়
দুই দেশের সাজাপ্রাপ্ত আসামিদের বিনিময় চুক্তিও সাক্ষরিত হয়।বিশেষ করে এই নিরাপত্তা এবং অপরাধী বিনিময় চুক্তি সম্পাদিত হলে তা পুনরায় ভিসা চালুর পথকে সুগম করবে বলে ব্যাপক ভাবে আশাবাদ ব্যক্ত করা হয়ে ছিল। কিন্তু ভিসা খোলার ব্যাপারে আমিরাতের তেমন কোন তাড়াই ছিল না যতটা ছিল আমাদের। আমিরাতের এ নিয়ে "ধীরে চলো" নীতি যারপরনাই সরকারকে কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলে দেয় এবং স্থানীয়ভাবে ভিসা-ডিপলোমেসিতেও ভাটা পড়ে। বিরোধী রাজনৈতিক শিবিরে এ নিয়ে চলে নানা অপপ্রচার প্রপাগান্ডা। মাঝখানে চিড়ে চ্যাপ্টা হতে থাকে লাখো প্রবাসী। নতুন ভিসা বন্ধের পাশাপাশি আভ্যন্তরীণ রিলিজ / ট্রান্সফারও বন্ধে একেবারে নাকাল হয়ে পড়ে আমিরাতে বাংলাদেশীদের জীবন। বাংলাদেশী জনশক্তির অভাবে প্রবাসী উদ্যোক্তাদের শত শত কোটি টাকার বিনিয়োগ বিফলে যায়। অনিশ্চিত হয়ে পড়ে এদেশে বাংলাদেশের অপার সম্ভাবনার শ্রমবাজার। তবে দুবাই ওয়ার্ল্ড এক্সপো-২০২০ কে ঘিরে ভিসা খোলার আশা বাংলাদেশ যে কখোনো ছাড়েনি এটা ঠিক।
নাম প্রকাশে অনিচ্ছুক আবুধাবী দুতাবাসের একটি সূত্র জানিয়েছে যে তাঁরা এরই মধ্যে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে আগামী ২/১ মাসের মধ্যে এদেশে বাংলাদেশের সব ভিসা খুলতে যাচ্ছে বলে আশ্বাস পেয়েছেন। এরই অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর আমিরাতের হিউম্যান রিসোর্স এন্ড এমিরাটাইজেশান মন্ত্রণালয়ের ২ জন শীর্ষ উপদেষ্টা, ন্যাশনাল অথরিটি অব সার্টিফিকেশান এন্ড ন্যাশনাল কোয়ালিটি ডিপার্টমেন্টের ২ জন সহ ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে যাচ্ছেন। ইউ এ ই তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানও এই প্রতিনিধি দলের সাথে বাংলাদেশে যাবেন। ১৬ ও ১৭ অক্টোবর তাঁরা দেশের জনশক্তি উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র গুলো সফর করবেন এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এ সময় তারা দক্ষ জনশক্তি সৃজনে বাংলাদেশের সক্ষমতা যাচাই করবেন এবং তারই ভিত্তিতে ভিসা খোলার পদক্ষেপ নেবেন বলে সূত্রে প্রকাশ।আশা করা হচ্ছে যে আগামী ডিসেম্বর নাগাদ দুদেশের মন্ত্রীপর্যায়ের অর্থাৎ ইউএ ই 'র শ্রমমন্ত্রী এবং বাংলাদেশের জনশক্তি ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ইউ এ ই তে বাংলাদেশের ভিসা চালুর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
তবে ভিসা পুরোপুরি খোলার আগে ইউ এ ই তে বাংলাদেশীদের জন্য আভ্যন্তরীণ ভিসা রিলিজ / ট্রান্সফার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
Name
Mon, 10 Oct 2016 04:19 EDT
Mr. Uttam Roy
Ekanto alap ki apner shathe korse naki??? visa open hobar pore kotha bolen. Ambassador re dekhi nai kisu cultural program e attend kora chara r kono activities dekhaise. 2/3 month pore pore news paper e kisu taka dia news ekta prochar kore r kisu na. all r vogas/faltu.
azahar
Mon, 10 Oct 2016 04:10 EDT
azahar
azahar amar nam 2008 e dobai chilam amar pasport dobai royeche to ami ki abar dobai jete parbo
shakar
Mon, 10 Oct 2016 01:00 EDT
ভিসা ভিসা ভিসা
কোন খবরে দেখলাম না আমিরাতে লোক আসতেছে তোরা কি করে জানলি তোদের আর কোন কাজ নাই

Post a comment on this page

We invite you to share your experiences with the United Arab Emirates Embassy — obtaining visas and other services, locating the building, and so on. Your comments may be seen by the public, so please do not include private information.

Your name
Headline
Your message
Max 2000 characters
 

This web site is not operated by the Embassy and your comments and questions will not necessarily be seen by its staff. Please note that this is not a forum for broad debate about the foreign policy of the United Arab Emirates, and such topics will be deleted.