United Arab Emirates flag Embassy of the United Arab Emirates in Dhaka

Address191 Gulshan North Avenue
Dhaka 1212
Bangladesh
Phonelocal: (02) 988.2277
international: +880.2.988.2277
Faxlocal: (02) 881.1983
international: +880.2.881.1983

» Can I visit the United Arab Emirates without a visa?

Comments on this Embassy

sharif
Sun, 9 Oct 2016 22:34 EDT
Regarding Dubai Visa
We Bangladeshi people are not thinking for dubai visa.Now dayes in Bangladesh have lot s of oppotunity. If Dubai visa is open then good.If it s not open then very good.
Mastermind
Sun, 9 Oct 2016 18:37 EDT
Ikama Gcc
Ikama gcc baca tuie madarie Vissa bysso 9 lak taka setting madarie sod !!! Khanky poolary dasy acchy fhone oidey Goray goon soda devo zaytey next time korar sumuy muney takey
Asif
Sun, 9 Oct 2016 16:56 EDT
Uttam roy
Its a very good post....
UTTAM ROY
Sun, 9 Oct 2016 13:52 EDT
UAE VISA
একান্ত সাক্ষাতকারে আমিরাতে নিযুুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
০৯/১০/২০১৬
গুজবে কান না দেওয়ার পরামর্শ,ও প্রবাসীর আমিরাতের আইন কানুন মেনে চলার আহবান।
ভিসা চালু হলে সরকার ও দুতাবাসের পক্ষ আনুষ্টানিক ভাবে জানানো হবে।

সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান একজন দক্ষ রাষ্ট্রদূত,ইতিমধ্যে তার কর্মজীবনে প্রমান করার চেষ্টা করছেন,সম্ববত আমিরাতে ও তিনি সেইটা প্রমান করার আপ্রান চেষ্টা করে যাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে উনার তিন বৎসরের বেশী বর্তমানে কাজ করে যাচ্ছে, বহিবিশ্বে বাংলাদেশের যত গুলি রাষ্ট্রদূত আছেন, অনেকের চেয়ে মাননীয় প্রধানমন্এী জননেএী শেখ হাসিনার গুডবুকে বিশেষ কারনে উনার নাম আছে, বলে প্রতিয়মান হয়,যারজন্য তিনি রাষ্ট্রদূত হিসাবে এখনো আমিরাতে আছেন,ইদানিং কালে আমিরাতে বাংলাদেশের বিভিন্ন মন্রী র সফর,সর্বশেষ, মাননীয় ,প্রধানমনএীর সফর, অন্যতম।
বানিজ্য চুক্তি, বন্দী চুক্তি, সহ বিভিন্ন রকমের চুক্তি ইতিমধ্যে সম্পাদন করেছেন,সেই গুলি বাস্তবায়নের পথে
,আমিরাতে বাংলাদেশীদের চার বৎছরের বেশীদিন দরে ভিসা ব্ন্ধ। যার একমাএ কারন হচ্ছে , বাংলাদেশীদের অপরাধ প্রবনতা হার আমরা শীর্ষে অবস্হান করে ছিলাম,কিছু প্রবাসীদের অপকর্মের মাশুল সবাইকে দিতে হচ্ছে, অনেক সময় আমরা বাংলাদেশীরা স্হানীয় মিডিয়া অপপ্রচারের শিকার হয়েছি,যেই পএিকা গুলি পাকিস্হানী ও ইন্ডিয়ান দের আদিপত্য বেশী,এই ব্যাপারে আমরা অনেক পিছিয়ে,আমাদের দেশের অনেক বড় বড় ব্যবসায়ী আমিরাতে আছেন,যারা সরকার থেকে সব সুযোগ সুবিধা নেন,কিন্ত তারা দেশের স্বাথে ব্যাপারে অনেকটা উদাসীন। আমিরাতে সিংহভাগ পয়সা পাঠায় আমাদের শ্রমিক ভাই রা,আর অনেকে বড় বড় ব্যবসায়ীরা তাদের দ্বিতীয় ঘর কেনেডা অথবা ইউরোপের কোন দেশে,অনেকে পাকিস্হানে প্রচুর পরিমান টাকা পাচার করেছে বলে শুনা যাচ্ছে,
এত কিছুর পর আমিরাতে বাংলাদেশী শ্রমিকের চাহিদা অনেক,বতমানে অনেক প্রবাসী ব্যবসায়ী বৎছরের পর বৎছর লোকসান দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে, শুধু সুখবরের আশায় দিন অতিবাহিত করছে, কবে আমাদের ভিসা খুলবে,,,,,,,।
আজ আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত সাথে একান্ত আলাপে জানা গেছে,মাননীয় প্রধানমন্তীর একান্ত আন্তরিকতার,ও নির্দেশে পররাষ্ট্র মন্এনালয়,শ্রম ও প্রবাসী কল্যান মন্এানালয় বাংলাদেশ দূতাবাস আবুধাবী,আনুষ্টানিক ভাবে আমিরাত সরকারের সাথে ভিসা জটিলতা দুর করার জন্য কাজ করে যাচ্ছে, ঢাকা থেকে একটি কারিগরি টিম, গত সপ্তাহে দুবাই সফর করে গেছেন,আগামী ১৬ ও ১৭ তারিখ- আমিরাত সরকারের শ্রম মন্রানালযের উপদেষ্টা নেতৃত্বে ৫ সদস্যদের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন, সেখানে আমিরাতের পক্ষ থেকে দক্ষ শ্রমিক আনার ব্যাপারে, বাংলাদেশে কারিগরি দিক,টেকনিক্যাল টিম,সহ বিভিন্নদিক আমিরাত সরকারের পক্ষ থেকে পরীক্ষা করে দেখবেন,কোন প্রএিয়া দক্ষ শ্রমিক আনা যায় সেই ব্যাপারে সিন্ধান্ত নেওয়ার পর,আগামী ডিসেম্বর মাসে আমিরাতের সরকারের প্রভাবশালী শ্রমমন্এী সাকার গৌবাস বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে, তারপর ও আমাদের ভিসা জটিলতা ব্যাপারে সিন্ধান্ত হবে।
আশাকরি আমিরাত সরকারের বরফ গলতে শুরু করেছে,আমাদের সরকারের উচিত দক্ষ কৌশল দিয়ে তাদের মন জয় করা,
ইনশাআল্লাহ আমিরাত সরকারের প্রয়োজনে বাংলাদেশীদের ভিসা আবারো খুলবে,এই আশা প্রত্যশা করছি।
মোঃ নাছির উদ্দিনতালুকদার
ব্যুরো চীফ
আজকের সূযোদয়
আমিরাত ব্যুরো
সাধারন সম্পাদক
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবী
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ সমিতি
সংযুক্ত আরব আমিরাত।
free visa for GCC countries
Sun, 9 Oct 2016 11:42 EDT
open free visa / ikamah from GCC
a huge free visa available at my network. you can choose any independent job, after reaching to the saudi arab, dubai, oman, bahrain, qatar, kewait, etc. open price 9 lac. advance one lac need to find out genuine ikamah/free visa provider, where you may purchase your visa directly. veryfy, justyfy & or negotiate. further 88-01710-962792.
arif
Sun, 9 Oct 2016 10:17 EDT
good cmnt for not going to abroad
ড়ুবাই কি ভাই আমেরিকা নাকি আপনারা য়েভাবে বলতেছেন।।খুললে কি না খুললে কি।।।।আর আপনারা দুবাই না গিয়ে দেশে চাকুরি করেন অনেক ভাল।।দুবাই তে মানুষ কত জে কষটে আচে তা এখনও দেখেন নাই তো ওই জন্য।।নাই চাকুরি এইগুলো দুবাইর চালাকি।। ভিসাত এমনে খুলবে দুবাইয়ের প্রচুর টাকার দরকার।। তারা এখন ঋনগ্রসত।।।আর বাংলাদেশের বিসা খুলরে ত ভিসা ব্যবসা করে কিছুটা হলে ও লাভ বান হবে ঐ জন্য ভিসা খুলবে।।তাই বলি বিদেশ না গিয়ে দেশে চাকুরি করেন। অনেক ভাল।। বিদেশ কি জিনিস গেলে বুজতে পারবেন কত কষট।।।সুতরাং....... ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।।তখন আম ছালা দুইটা জাবে।।।টাকা ও লস হবে।।।
UTTAM ROY
Sun, 9 Oct 2016 07:07 EDT
ASIF VAI
ASIF VAI visa jeno open hoy ei kamonai kori ALLAH er nikot. R valo lagena karon ei 4 year asay asay asi kobe visa abar open hobe . Asif vai astise to sure kintu visa open hobe to sure . plz janan jodi keu janen .
Asif
Sun, 9 Oct 2016 06:19 EDT
Uttam roy
16 tarik astese.and khular aibar ase.baki Allah jane..
UTTAM ROY
Sun, 9 Oct 2016 05:31 EDT
UAE VISA
সত্যি কি আসবে ১৬ তারিখ ? আর যদি আসে তাহলে কি ২/১ মাসের ভেতরে ভিসা আবার খুলবে ? পিলিজ জানান যদি কেউ জানান ।
Ahsiq Ahmed
Sun, 9 Oct 2016 02:07 EDT
UAE : VISA
আমিরাতের শ্রমবাজার খুলছে এবার
১৬ অক্টোবর আসছে ইউএই সরকারের প্রতিনিধি দল
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ০০:০০ | আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০০:৩২ | প্রিন্ট সংস্করণ
মো. মাহফুজুর রহমান
শ্রীলংকায় সম্প্রতি অভিবাসী কর্মী গ্রহণ ও প্রেরণকারী দেশের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করে দিতে দেশটির প্রতি আহ্বান জানায় ঢাকা। এ আহ্বানে সাড়া দিয়েছে দেশটি। ইউএইর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ১৬ অক্টোবর ঢাকায় আসছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ আশা করছে, শিগগির মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এদেশের শ্রমবাজার উন্মুক্ত হবে।

উল্লেখ্য, ২০১২ সালের অক্টোবরে হঠাৎ করেই বাংলাদেশি কর্মী নিতে অস্বীকৃতি জানায় দেশটি। এর পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দফায় দফায় চেষ্টা চালানো হলেও কাক্সিক্ষত ফল আসেনি। গত ৪ বছর বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ ছিল ইউএইর শ্রমবাজার। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীদের বড় বাজার সৌদি আরবের পর ইউএইর শ্রমবাজার উন্মুক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশের জন্য খুবই আশাপ্রদ সংবাদ।

আগামী ১৬ অক্টোবর আমিরাত সরকারের প্রতিনিধি দলের ঢাকায় আসার তথ্য জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে দু-এক মাসের মধ্যেই আমিরাতে বাংলাদেশি কর্মী যেতে পারবে বলে আশা করছি। দেশটিতে ৭ লাখ কর্মীর চাহিদা রয়েছে।

সরকারি হিসেবে উপসাগরীয় দেশটিতে বর্তমানে ২৩ লাখ ৫৭ হাজার ৮৯৫ বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। জাল পাসপোর্ট ও জাল ভিসা নিয়ে পর পর বেশ কিছু বাংলাদেশি আটক হওয়ার পর অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘœ হওয়ার কারণ দেখিয়ে ২০১২ সালের অক্টোবরে কর্মী নিয়োগে নিষেধাজ্ঞার নির্দেশনা জারি করে আমিরাত কর্তৃপ। তবে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন ও বন্দরবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ আদেশ অস্থায়ী। পরিস্থিতি স্বাভাবিক হলে এ নির্দেশনা তুলে নেওয়া হবে। তবে অদ্যাবধি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) মহাসচিব রুহুল আমিন স্বপন বলেন, এটা সরকারের বড় কূটনৈতিক সাফল্য। বায়রার পক্ষ থেকে দুদেশের সরকারপ্রধানকেই অভিনন্দন জানাই।

তিনি বলেন, আগামীতে আমাদের কাজ হবে, কর্মী প্রেরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। কোনো মধ্যস্বত্ব¡ভোগী যেন ফায়দা লুটতে না পারে, সেটি কঠোরভাবে মনিটরিং করা হবে।

সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার ইউএই। নতুন ভিসা ইস্যু না করার পাশাপাশি পুরনোদের ভিসা নবায়নও বন্ধ করে দেওয়ায় দেশটিতে বাংলাদেশি কর্মী গমনের হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এ বছরের সেপ্টেম্বরে মাত্র ৩৭৯ জন এবং অক্টোবরে (গতকাল পর্যন্ত) মাত্র ২০ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে দেশটিতে। বিপর্যয়ের আগে দেশটিতে প্রতি মাসে গড়ে ২৫-৩০ হাজারেরও বেশি বাংলাদেশির কর্মসংস্থান হতো।

প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর আমি অভিবাসন প্রক্রিয়াকে আগে স্বচ্ছ করার উদ্যোগ নিই। এই সংস্কার করতে গিয়ে অনেক বাধা এসেছে- এখনো আসছে। এর পরও আমরা থেমে থাকিনি। স্রেফ অসাধু উপায় অবলম্বন করে লোক পাঠানোর কারণে এই অস্বস্তির সৃষ্টি। ইউএই সরকার অনৈতিকভাবে লোক পাঠানোর বিরুদ্ধে আমাদের সঙ্গে একাট্টা হয়েছে। আশা করছি, শিগগির সব অন্ধকার কেটে যাবে।

ইউএই সরকার যে যে সমস্যার কারণ দেখিয়ে সব ধরনের ভিসা বন্ধ করেছে, সে সব সমস্যা সমাধানে কী করছেন। আমাদের সময়ের এমন প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন. অভিবাসন প্রক্রিয়া স্বচ্ছ করায় নতুন করে সমস্যা আসবে বলে আমি মনে করি না।

Post a comment on this page

We invite you to share your experiences with the United Arab Emirates Embassy — obtaining visas and other services, locating the building, and so on. Your comments may be seen by the public, so please do not include private information.

Your name
Headline
Your message
Max 2000 characters
 

This web site is not operated by the Embassy and your comments and questions will not necessarily be seen by its staff. Please note that this is not a forum for broad debate about the foreign policy of the United Arab Emirates, and such topics will be deleted.