Bangladeshi flag High Commission of Bangladesh in Kuala Lumpur

Address114, Jalan U-Thant
55000 Kuala Lumpur
Malaysia
Phonelocal: (03) 4252.2652
international: +60.3.4252.2652
Emailmission.kualalumpur@mofa.gov.bd
Web sitehttp://www.bangladesh-highcomkl.com/
Hours0900-1700

» Can I visit Bangladesh without a visa?

Comments on this High Commission

mohamed yasin.
Tue, 25 Feb 2014 17:42 EST
want driving visa
sir/madum.i m hous driver.school driver.company driver.email-yasin3dr@gmail.com/pho -0096897188054
Iqbal hosen
Sun, 23 Feb 2014 13:55 EST
Jessore jikorgacha bankra
Bangladesh theke malaysia a jete chay visar maddhome arokom kono visa ac ami gorib manus jabo kaj korte porasuna korte noy kono dalal der maddhome noy please sir amar sathe jogajog korun ami niyom anujayi jete chay khati bangali mase vate boro hoyesi joy bangla joy bangobondhu 01960010698
ABBAS
Sun, 16 Feb 2014 02:31 EST
PLEASE DO NOT GIVE EXTRA MONEY TO EMPLOYEE OF BANGLADESH HIGH COMMISSION IN MALAYSIA.
MR HO
Fri, 14 Feb 2014 21:11 EST
checklist for passport renewal
I wish to get more info about passport renewal process for my workers.
Kindly email me at harrysome@yahoo.com
Thanks in advance.
Shamim Ahmed
Fri, 14 Feb 2014 08:04 EST
Serial number of Passport
I would like to know the serial number of my passport,because until now,my passport not yet release.I file it last November 2013..The receipt number of my passport is 0936204..I hope the Consular of Bangladesh Embassy in Malaysia will help me regarding this matter..
thank you & God Bless!!!
Mirza
Thu, 13 Feb 2014 22:40 EST
Attention to All
i just want to inform you,
if you have any problem about permits and visa extension then i will help you on this
we deal Renewal & Extension of Permits and all other immigration matters.

if you want to ask more something about visa process and permit then call...

Num : 01133007627
HR GOH
Thu, 13 Feb 2014 01:51 EST
RENEW PASSPORT
I would like to ask how can I renew my workers passport (Bangladesh).
If possible pls sent to me checklist for passport renewal & with all fees & charges
My email address : slh1084@hotmail.com
ABBAS
Sun, 9 Feb 2014 02:43 EST
PLS GO TO MALAYSIAN POLICES AND DON'T GIVE MONEY TO EMPLOYEE OF BANGLADESH HIGH COMMISION IN MALAYSIA
পুলিশি ধরপাকড় থেকে কোনোমতে রেহাই পেতে মালয়েশিয়ায় অবৈধ হওয়া শত শত শ্রমিক দালালদের মাধ্যমে হাতে লেখা পাসপোর্ট নেয়া শুরু করেছেন। কিনতে গিয়ে প্রতারিতও হয়েছেন অনেকে। হাইকমিশনের কিছু কর্মকর্তার সংস্পর্শ পাওয়া চিহ্নিত দালালেরা ৭০০ রিঙ্গিতের বিনিময়ে পাসপোর্ট বিক্রি করছে। পাসপোর্ট-বাণিজ্য করে চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ দিকে হাইকমিশন থেকে সম্প্রতি খোয়া যাওয়া পাঁচ সহস্রাধিক পাসপোর্ট কেলেঙ্কারির রহস্য গতকাল পর্যন্ত উদঘাটন হয়নি। বিষয়টি তদন্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালের (দ্বিপক্ষীয়) নেতৃত্বে একটি প্রতিনিধিদলের মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। তবে এ ব্যাপারে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের লেবার কাউন্সিলর (শ্রম) মন্টু কুমার বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, বাংলাদেশ থেকে কোনো তদন্তদল এসেছে কি না তা আমার জানা নেই। তা ছাড়া কোন টিম আসছে, এটাও আমার জানা নেই।
মালয়েশিয়ায় অবস্থানরত দালাল শাহজাহানের সাথে পরিচয় গোপন রেখে এ প্রতিবেদক পাসপোর্ট কেনার প্রস্তাব দিলে তিনি কোনো রাখঢাক না রেখে হাতে লেখা পাসপোর্ট ৭০০ রিঙ্গিতের বিনিময়ে দিতে রাজি হন। তবে ওই পাসপোর্টে কোনো ছবি লাগানো থাকবে না। পাসপোর্ট ডেলিভারির সময় সেটিতে ছবি লাগিয়ে দেয়া হবে। শাহজাহান ও তার সহযোগীরা হাইকমিশনের যোগসাজশে বেশ কিছু শ্রমিকের কাছে হাতে লেখা পাসপোর্ট বিক্রি করে আসছে।
গত বুধবার রাতে শাহজাহানের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে একটি পাসপোর্ট দেয়ার অনুরোধ করলে তিনি এ ব্যাপারে পরে কথা বলবেন বলে জানান। পরদিন না জানানোয় তাকে আবার ফোন দেয়া হয়। কিন্তু এবারো তিনি ফোন ধরেননি। এই অবস্থায় গত শুক্রবার রাতে শাহজাহান নিজেই এ প্রতিবেদককে ফোন করে পাসপোর্ট সম্পর্কে কথা বলতে চান। তখন একটি পাসপোর্ট দেয়ার অনুরোধ করলে তিনি জানতে চান কী ধরনের পাসপোর্ট লাগবে? এনালগ না ডিজিটাল। হাতে লেখা পাসপোর্টের কথা জানালে তিনি বলেন দেয়া যাবে। তবে এই পাসপোর্ট পেতে হলে এক সপ্তাহ বা তার একটু বেশি সময় লাগবে। কত টাকা দিতে হবে জানতে চাইলে তিনি বলেন, এনালগের জন্য ৭০০ রিঙ্গিত আর ডিজিটালের জন্য ৪৫০ রিঙ্গিত। তবে ডিজিটাল পাসপোর্ট তিন মাসের আগে দেয়া যাবে না। এনালগ পাসপোর্ট দিয়ে অবৈধ শ্রমিকেরা কি চলাফেরা করতে পারবেন? জানতে চাইলে শাহজাহানের বক্তব্যÑ আমার সাথে চুক্তি শুধু পাসপোর্ট করা নিয়ে। এখন ভিসা লাগানোর দায়িত্ব তার (শ্রমিক)। কারণ ফিঙ্গারপ্রিন্ট করেও অনেক শ্রমিক এখনো পাসপোর্টের জন্য হাইকমিশনে ঘুরছেন। আপনি কিভাবে এই পাসপোর্ট সংগ্রহ করবেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশনের অফিস যখন পরিবর্তন (স্থানান্তর) হয় তখন পুরনো পাসপোর্টগুলো নতুন ভবনে যায়নি। ওই পাসপোর্টগুলোই হাইকমিশনের লোকজনের মাধ্যমে এখন আমাদের হাতে আসছে। শাহজাহান বলেন, আমি কোনো দালাল না। দালালি করা আমার ব্যবসায়ও না। শুধু বাংলাদেশ থেকে আপনি ফোন করায় মানবিক কারণে পাসপোর্ট দিতে রাজি হয়েছি। কোথায়, কিভাবে যোগাযোগ করবেÑ এমন প্রশ্নের উত্তরে শাহজাহানের বক্তব্য, যার পাসপোর্ট প্রয়োজন সে যেন কুয়ালালামপুর মসজিদ ইন্ডিয়া কোতারায়া এলাকায় এসে আমাকে ফোন দেয়। তাহলেই আমার সাথে দেখা হবে। মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, ধরপাকড় প্রতিদিন চলছেই। তবে যারা বৈধ হতে পারেনি, তাদের জন্য এখানকার দালাল ও এজেন্টরাই বেশি দায়ী। অনেকেই এদের হাতে প্রতারিত হয়েছে। এ সময় তিনি বলেন, যদি পাসপোর্ট করতে চান তাহলে অর্ধেক টাকা সাথে দিয়ে পাঠাবেন। এক সপ্তাহ অথবা আরো দু-একদিন লাগতে পারে। কারণ এখন হাইকমিশনে একটু কড়াকড়ি চলছে।
মালয়েশিয়া থেকে শ্রমিক জিয়াও দালাল শাহজাহানের কাছ থেকে ৭০০ রিঙ্গিত দিয়ে পাসপোর্ট তৈরি করে নিয়ে গেছেন। শুধু শাহজাহান নয়, তার মতো দালাল আনোয়ারসহ অনেকেই হাতে লেখা পাসপোর্ট তৈরি করে অনেক টাকার মালিক হয়েছেন বলে ভুক্তভোগী শ্রমিকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে গত শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোন না ধরে তার মোবাইল দেন লেবার কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাসের কাছে। তিনি এ প্রতিবেদককে বলেন, স্যারসহ আমরা পাসপোর্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছি। দেড় ঘণ্টা পর টেলিফোন করার কথা বলেন। পরে টেলিফোন দেয়া হলে এরপর থেকে কেউ আর টেলিফোন ধরেননি। তবে মন্টু কুমারের কাছে পাসপোর্ট কেলেঙ্কারি সম্পর্কে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে পারবেন না বলে জানান।
মালয়েশিয়া থেকে প্রতারিত একাধিক শ্রমিক গতকাল নয়া দিগন্তকে বলেন, মালয়েশিয়া হাইকমিশন থেকে পাসপোর্ট চুরি হয়নি। এসব পাসপোর্ট দালালদের মাধ্যমে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এভাবে মালয়েশিয়ায় শত শত পাসপোর্ট দীর্ঘ দিন যাবৎ শ্রমিকদের কাছে বিক্রি করা হচ্ছে। এসব ঘটনার সাথে অবশ্যই হাইকমিশনের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে বলে তারা দাবি করেন। এর আগে হাইকমিশন থেকে তিন হাজার পাসপোর্ট খোয়া গিয়েছিল। তখন হাইকমিশনার এ প্রতিবেদককে বলেছিলেন, কী পরিমাণ পাসপোর্ট হাইকমিশন থেকে মিসিং হয়েছে তার হিসাব রেজিস্ট্রেশন খাতা থেকে মিলিয়ে দেখা হচ্ছে। এভাবে কিছুদিন যাওয়ার পর রহস্যজনকভাবে বিষয়টি ধামাচাপা পড়ে যায়।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে অবৈধ বিদেশী শ্রমিক ধরপাকড় অভিযান শুরু করে মালয়েশিয়ার ইমিগ্রেশন, রেলা ও পুলিশের সমন্বয়ে। এ অভিযানে এ পর্যন্ত প্রায় ৯ হাজার বাংলাদেশী শ্রমিক আটক হয়ে ডিটেনশন ক্যাম্প, কারাগার ও অস্থায়ী ক্যাম্পে রয়েছেন বলে দেশটির জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশিত হয়। তবে গ্রেফতারের ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের লেবার কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস বলছেন অভিযানে অন্যান্য দেশের শ্রমিক ধরা পড়ার সংখ্যা বেশি হলেও বাংলাদেশী শ্রমিকের সংখ্যা খুব কম।
Milonchowdury
Fri, 7 Feb 2014 10:25 EST
Milonchowdury2013@gmail.com
work visa
MD.MOSTOFA KAMAL
Wed, 5 Feb 2014 04:13 EST
DEAR SIR,
AMI G2G ER MADHOME GOTO 10/01/2014 TARIKHE MALAYSIA ASI.AMRA 39 JON KHUB OSOHAI OBOSTHAI DIN KATASSI.PROTIDIN 13 GHONTA KAJ KORTE HOSSE.AMADERKE NIRJATON KORA HOSSE.KISU BOLLAI ODER POKHO THEKE BOLA HOI 800 RINGIT KORE PROTI JONKE KINE NEUA HOESE. BMET TE PHONE KORE KONO LAV HOINI.PLS SIR AMADER EI 39 JON LOKKE ODER HAT THEKE BASAN.CO.KOPARASI,OFFICE,KORTAN,CAMP,LADAM KOSMA TUJU,DIST.MOHAGRAM

Post a comment on this page

We invite you to share your experiences with the Bangladeshi High Commission — obtaining visas and other services, locating the building, and so on. Your comments may be seen by the public, so please do not include private information.

Your name
Headline
Your message
Max 2000 characters
 

This web site is not operated by the High Commission and your comments and questions will not necessarily be seen by its staff. Please note that this is not a forum for broad debate about the foreign policy of Bangladesh, and such topics will be deleted.