United Arab Emirates flag Embassy of the United Arab Emirates in Dhaka

Address191 Gulshan North Avenue
Dhaka 1212
Bangladesh
Phonelocal: (02) 988.2277
international: +880.2.988.2277
Faxlocal: (02) 881.1983
international: +880.2.881.1983

» Can I visit the United Arab Emirates without a visa?

Comments on this Embassy

roky
Fri, 11 Nov 2016 00:02 EST
when open uae visa
wait and see.
shawon
Thu, 10 Nov 2016 12:34 EST
hi
Jahangir Kabir Bappi added 3 new photos.
আমিরাতে বাংলাদেশের ভিসা খোলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে,কিন্তু ভিসা খোলেনি...................................................................................
ভিসা প্রত্যাশীরা এখনি আদমব্যাপারীদের ফাঁদে পা দেবেন না...............
‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌
.................জাহাঙ্গীর কবীর বাপপি .................
------------------------------------------------------------------------------------
আবুধাবী,দুবাই, শারজাহ সহ সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি অঙ্গরাজ্যে প্রতিটি বাংলাদেশী অ্যাসেম্বলি পয়েন্টে,প্রতিটি টেবিল-টক এ এখন আলাপচারিতায় ঘুরে ফিরে আসছে একটিই বিষয় কবে খুলছে আমিরাতে বাংলাদেশের ভিসা? কবে?? ভিসার দুয়ার রুদ্ধ হয় ২0১২ সালের মধ্য আগস্ট থেকে,যদিও এর কর্ত্পক্ষীয় ঘোষণা আসে আরো দুই মাস পর,অক্টোবরে। ভিসা বন্ধ হওয়ার আগে থেকেই শুরু হয় স্থানীয় বিভিন্ন সিকিউরিটি কোম্পানীতে কর্মরত বাংলাদেশী নিরাপত্তা কর্মীদের বৃহদাংশের চুক্তি নবায়ন না হওয়া জনিত সংকট।
এদিকে কোন আগাম নোটিশ ছাড়া এদেশে বাংলাদেশীদের সব ধরণের ভিসা বন্ধ হওয়ায় সে সময়ে বিশেষ করে বাংলাদেশী ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ কারীদের বিনিয়োগ মাঠে মারা পড়ে। এ সময় নতুন ভিসা ইস্যু না হওয়ার পাশাপাশি রিলিজ ট্রান্সফারও বন্ধ হয়ে পড়ায় একেবারে নাকাল হয়ে পড়ে বাংলাদেশীরা। পেশাজীবী থেকে শুরু করে শ্রমজীবী পর্যন্ত অন্যুন লক্ষ প্রবাসী এ সময় হয় কাজ হারিয়ে ভিসা ট্রান্সফার না থাকায় নিরাশ মনে দেশে ফিরে গেছেন এবং অনেকেই জেল জরিমানার শংকা মাথায় নিয়েও ভিসা ট্রান্সফার চালুর আশায় আমিরাতে রয়ে গেছেন।
যদিও ইউএই কর্তৃক বাংলাদেশিদের এমপ্লয়মেন্ট ভিসা একেবারে না দেয়ার অভিযোগ উভয় দেশের সরকারই অফিসিয়াল চ্যানেলে নাকচ করে থাকেন।
বর্তমানে ভিসা ইস্যুতে অগ্রগতি যা তা হল আমিরাতে শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো নিয়োগপ্রক্রিয়া পুনর্বিন্যাসের বিষয়ে এখন কাজ করে যাচ্ছে। এ অবস্থায় দেশটিতে ‘নিয়মিত কর্মী’ পাঠাতে বাংলাদেশকে আরো অপেক্ষা করতে হবে। তবে দুই দেশই আশা করছে, শিগগিরই বড় পরিসরে দক্ষ কর্মী আমিরাতে যেতে পারবে।
**কেন ছিল এই ভিসা বন্ধঃ
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
মুনাফাখোর ভিসা ব্যবসায়ীদের কারণে চাহিদার তুলনায় আমিরাতে বাংলাদেশের অতিরিক্ত অদক্ষ শ্রমিকের সমাবেশ ঘটানো, ছোটখাট অপরাধ প্রবণতায় বাংলাদেশীদের ব্যাপকভাবে জড়িয়ে পড়া, দেহ ব্যবসা, ভিসা জালিয়াতি, চেক-জালিয়াতি মদ জুয়া,খুন,রাহাজানি,মারপিট,দলাদলি সহ বিভিন্ন অপরাধ কর্মে অংশগ্রহণ রোহিঙ্গা ও যুদ্ধাপরাধী ইস্যুতে দেশের অবস্থানের কারণে সৃষ্ট বাংলাদেশ বিরোধী অপপ্রচারসহ বিভিন্ন ফ্যাক্টর এ ভিসা বন্ধের পেছনে কাজ করেছে বলে ওয়াকিফহাল মহলের ধারণা। তবে সুসংবাদ এই যে,
আমিরাতে বিচারিক প্রতিষ্ঠান কিংবা কারাগার গুলোয় অপরাধ কর্ম ও অপরাধীর তালিকায় শীর্ষ অবস্থান থেকে বাংলাদেশীরা তাদের আচরণগত পরিবর্তনের কারণে এখন এদেশের "গুড-বুক" এ আসতে শুরু করেছেন।ইউ এ ই তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান এদেশের সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে দুতিয়ালি করতে যেয়ে তাঁর অভিজ্ঞতা থেকে এ কথা জেনেছেন এবং মনে করছেন যে ভিসা খোলার একটা উপযুক্ত পরিবেশ বর্তমানে বিরাজমান। তাই যে কোন সময় ভিসা খোলার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি প্রবাসীদেরকে এদেশের আইন শৃঙ্খলার প্রতি সম্মান দেখিয়ে নেতিবাচক কোন পরিস্থিতি যাতে আমাদের এ অর্জনকে বিপথগামী না করে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।কারণ ভিসা পুনরায় চালুর ব্যাপারে আমাদের এ সময়ের কর্মকাণ্ডকে বিবেচনায় আনা হবে। তাই এক্ষেত্রে হতাশার মেঘ কেটেছে কিছুটা।
**কিন্তু লংকা কতো দূর...!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ভিসা বন্ধের পূর্বে প্রতিমাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার করে বাংলাদেশী তেল সমৃদ্ধি এই অ্যারাবিয়ান গাল্ফ তীরবর্তী দেশটির শ্রমবাজারের সাথে সংযুক্ত হয়েছেন।বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জনশক্তি রফতানীকারী ও রেমিটন্স প্রেরণকারী দেশ ইউ.এ.ই।ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং (বি এম ই টি)র মতে কেবল ২0১২ সালের জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে যে পরিমাণ বাংলাদেশী বিদেশে গেছেন তার ৪৪ শতাংশই গিয়েছিলেন ইউ.এ.ইতে।সেখানে হঠাৎ করে ভিসা বন্ধে আমিরাতে বাংলাদেশের সবচে সম্ভাবনাময় শ্রমবাজারটি হাতছাড়া হবার যোগাঢ় হয়। যার নেতিবাচক প্রভাব পড়েে রেমিটেন্স প্রবাহেও।ভিসার অভাবে ব্যবসা গুটিয়ে অনেকে দেশে ফিরে গেছেন,যার মধ্যে বাজারে প্রচুর দেনা রেখে দেশে পালিয়ে বেঁচেছেন অনেকেই,আর তাতে দিশেহারা হয়েছে বিশেষ করে সেসব প্রতিষ্ঠানের সাথে থাকা প্রান্তিক শ্রমজীবীরা।আমাদের ভিসা বন্ধ থাকার সুবাদে নেপালী ভারতীয় আফ্রিকী এবং পাকিস্তানীরা দ্রুত দখল করে ফেলছে বিভিন্ন পেশায় বাংলাদেশীদের অবস্থান। যা আমাদের নীতিনির্ধারকদের ভাবতে হবে।
গত ১৬ ও ১৭ অক্টোবর আমিরাতের একটি সরকারী প্রতিনিধিদল বাংলাদেশে তাঁদের গুরুত্বপূর্ণ সফর করেছেন। আবুধাবীস্থ বাংলাদেশ দুতাবাসের একটি সূত্র নাম না প্রকাশের শর্তে এই প্রতিনিধিকে বলেছে এ সফর অত্যন্ত ফলপ্রসু হয়েছে। এখন বাংলাদেশ থেকে জনশক্তি আমদানীর ব্যাপারে তাঁরা নতুন করে সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর করবেন যার পরপই ভিসার দ্বার অবমুক্ত করা হতে পারে।
কিন্তু সেই মহেন্দ্রক্ষণটি কবে? এর উত্তরে সে কুটনৈতিক সূত্রটি ইতিপুর্বে এ বছরের ডিসেম্বরের দিকে ঈঙ্গিত করেছিলেন এবং তাঁরা এ বিষয়ে আমিরাতের বৈদেশিক মন্ত্রণালয়ও যে তাদের গ্রীন সিগন্যাল দিয়েছিলো সে কথাও বলেছিলেন। ভিসা খোলার ব্যাপারে নতুন কোন অগ্রগতি আছে কি না এ গত সপ্তাহান্তে পুনরায় যোগাযোগ করা হলে সূত্রটি তখন জানান যে তাঁরা " প্রেডিক্টেড ইনফরমেশান" (অনুমান নির্ভর তথ্য) ট্রান্সমিট করতে পারছেন না।কারণ ঘুরে ফিরে এর দায় দায়িত্বটা তাদের উপর এসেই বর্তায়। তখন দূতাবাসের সে সূত্রটির কাছে জানতে চাওয়া হয় যে ভিসা খোলার বিষয়টি নিয়ে প্রবাসীরা যারপরনাই উদ্বিগ্ন এবং ব্যাপারে যদি আরো স্পষ্ট করে কিছু বলবেন কি... এর উত্তরে তিনি বলেন "আমরা যখন চার বছর অপেক্ষা করতে পেরেছি তখন আর দুই মাস অপেক্ষা করতে পারবো না??" কথাটি ডিসেম্বর বা তাঁর কাছাকাছি সময়ে এ সমস্যার সুরাহা হওয়ার ইঙ্গিতই বহন করে।ভিসা খোলার দিনক্ষণ চুড়ান্ত না হওয়া পর্যন্ত কোন লেনদেন করবেন নাঃ
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
আমিরাতে বাংলাদেশের ভিসা খোলার বিষয়টি এখনো পাইপলাইনে থাকলেও ভিসার দুয়ার আবার খুলে যাচ্ছে এমন গুজবের ভিত্তিতে ২0১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ইউ এ ই তে রাষ্ট্রীয় সফরকে ঘিরে ভিসা ব্যবসার সাথে জড়িত সিন্ডিকেট দেশে ও প্রবাসে নিরীহ লোকজনের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়। এ সময় আদম ব্যবসায়ী চক্র ঢালাও প্রচার করে যে প্রধানমন্ত্রীর সফরের অব্যবহিত পরেই ভিসার বন্ধ দুয়ার খুলে যাবে।কিন্তু সে সময় নিরাপত্তা,বন্দী বিনিময় চুক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত চুক্তি ছাড়া ভিসার ব্যাপারে দৃশ্যমান কোন সাফল্য না এলেও যা দৃশ্যমান হয় তা হল প্রধানমন্ত্রীর সফরের পর "ভিসা ডিপ্লোমেসি" নতুন প্রাণ পায়। এরই মধ্যে অ্যারাবিয়ান গালফের গড়িয়েছে বহুদুর কিন্তু বিষয়টির সুরাহা হয়নি। এবার ঢাকায় ইউ এ ই ভিসা সেন্টার খোলা এবং সর্বশেষ মধ্য অক্টোবরে আমিরাতি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরকে ঘিরে আদমব্যাপারীদের দল আবার সক্রিয় হয়েছে।আবারও শুরু হয়েছে লেনদেন। তাই প্রবাসী এবং যারা আমিরাতে আসতে ইচ্ছুক তাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ ভিসা এখনো খোলেনি,যখন খুলবে তখন সরকারী সূত্রের বরাত দিয়ে দেশের মূল্ধারার সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় তা ব্যাপকভাবে প্রচারিত হবে কেবল তখনি ভেবেচিন্তে বিশ্বাসযোগ্যতা যাচাই করে লেনদেন করবেন। এছাড়া ইউ এ ই এবং বাংলাদেশ সরকার এদেশে বাংলাদেশীদের উচ্চ অভিবাসন ব্যয় একটা সহনীয় পর্যায়ে আনার জন্য কাজ করছে। কারণ এই উচ্চ অভিবাসন ব্যয় এর দেনা শোধ করতে যেয়ে এদেশে অনেক বাংলাদেশী যে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে যে জড়িয়ে পড়ছেন তা তাঁরা উপলব্ধি করেছেন।তাই নির্ধারিত অংকের চে' বেশী টাকা আদমব্যাপারীদের হাতে তুলে দেবেন না। যারা দেশে আছেন তাঁরা ভিসা সংক্রান্ত যে কোন তথ্য ঢাকার গুলশানস্থ ইউ এ ই ভিসা সেন্টার এবং আমিরাত এ আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কন্সুলেট থেকে যাচাই করে নেবেন।
**চলছে প্রপাগান্ডা এবং গুজবঃ
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ভিসা ইস্যুতে আমিরাত জুড়ে চলছে নানা ধরণের প্রপাগান্ডা এবং গুজব। বাজারে গুজব আছে যে বর্তমান সরকারের আমলে ভিসা সমস্যার কোন সুরাহা হবে না। গুজবপ্রিয়দের কেউ তাতে কান দিচ্ছেন,কেউ দিচ্ছেন না। অথচ এটা সত্যি যে বর্তমান সরকারের আমলেই ইউ এ ই তে বাংলাদেশের সবচে' বেশী মানুেষ এসেছেন। ভিসা সংক্রান্ত কোন গুজবে কান দেবেন না,ভুইফোড় অনলাইন পোর্টালে কি সংবাদ প্রচারিত হলো তা যাচাই করে দেখবেন তা কতোটা বিশ্বাসযোগ্য।সরকার কাজ করছে,ভিসা খোলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এতে কোন সন্দেহ নেই।এখন আমাদের এই অর্জনকে যে কোন মূল্যে ধরে রাখতে হলে এদেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের ভাবমূর্তিকে সমুন্নত রাখতে কাজ করে যেতে হবে।
shawon
Thu, 10 Nov 2016 12:29 EST
visa news
Jahangir kabir bappi
Bureau chief of Banglavisionn in UAE
uni ajke unar fb te eta post korechen
বাংলাদেশ ঘুরে গেলেন ৭ সদস্যের প্রতিনিধি দল
মধ্য ডিসেম্বরে চালু হতে পারে আমিরাতের ভিসা
জাহাঙ্গীর কবীর বাপপি হ ইউএই প্রতিনিধি
অক্টোবর ২২, ২০১৬
গত ১৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা ড. ওমর আবদুর রহমান আল নুয়েইমির নেতৃত্বে ৭ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল বাংলাদেশে যান। এর ২ দিন আগে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান প্রতিনিধিদলকে স্বাগত জানাতে দেশে যান। তাঁরা ১৬ অক্টোবর ঢাকায় ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং (বিএমইটি), বাংলাদেশের জনশক্তি উন্নয়ন কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া তাঁরা ঢাকার গুলশানস্থ ইউএ ই ভিসা সেন্টারও সফর করেন। সফরের শেষদিন ১৭ অক্টোবর তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সাথে বৈঠক করেন।

দীর্ঘ হোমওয়ার্কের ফসল ছিল যা ঃ ২০১৪ সালে প্রধানমন্ত্রীর ইউ এ ইতে রাষ্ট্রীয় সফর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আবুধাবী দুতাবাস এবং সর্বশেষ গত ১০ অক্টোবর ব্যংককে এশীয় কো-অপারেশন ডায়ালগের শীর্ষ সম্মেলনে আসা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রী ড. থানি আহমেদ আল জেইয়ুদির বৈঠকের ফসল বলে ধরা হচ্ছে। যদিও এরই মধ্যে এরাবিয়ান গালফের গড়িয়ে গেছে বহুদুর, এক রকম অভিভাকহীন হয়ে পড়ে থাকা বহু বাংলাদেশি প্রবাসীর আহাজারিতে, কান্নায় ভারী হয়েছে আমিরাতের আকাশ।
২০১২ সালের মধ্য-অগাস্ট হতে এদেশে বাংলাদেশিদের ভিসা ও আভ্যন্তরীণ রিলিজ ট্রান্সফার বন্ধ হয়ে পড়ায় এদেশের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান নাজুক হয়ে পড়ে। প্রান্তিক শ্রমজীবী থেকে শুরু করে পেশাজীবী শ্রেণীঅব্দি সর্বত্রই এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ২০১২ সনের অক্টোবরে ইউএই সরকারের একজন আন্ডার সেক্রেটারি প্রথম আনুষ্ঠানিকভাবে এই ভিসা বন্ধের কথা স্বীকার করেন।
বাংলাদেশিদের গুণতে হয়েছে চড়ামূল্য ঃ ভিসা বন্ধের আগে যেখানে প্রতি বছর ইউএইতে ২ লাখ করে বাংলাদেশি অভিবাসী এদেশের শ্রমবাজারে ঢুকেছেন সেখানে কার্যত কিছু নারী গৃহকর্মী,আরব গৃহের ব্যক্তিগত গাড়ি চালক, কুক আর ফ্রি-জোনের কিছু ভিসা কেবল বের হয়েছে। এটি ছিল হতাশাব্যঞ্জক। এ ভাবে হঠাৎ করে ভিসা বন্ধে বড়ই বিপাকে পড়ে বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা, ভেস্তে যায় তাদের শত কোটি টাকার বিনিয়োগ দেশীয় জনশক্তির অভাবে অনেককেই ব্যবসা গুটিয়ে দেশে ফিরে যেতে হয়েছে, কেউবা বাজারে দেনা রেখে পালিয়েছেন দেশে। যারা চাকুরীজীবী বা শ্রমজীবী ছিলেন তাদের মধ্যে হাজারো প্রবাসীকে অর্থনৈতিক মন্দা সহ বিভিন্ন কারণে কাজ হারিয়ে ফিরে আসতে হয়েছে দেশে। ভিসাবন্ধের এইদীর্ঘ সময়ে ঘরমুখো প্রবাসীর মিছিল দীর্ঘ হতে দীর্ঘতর হয়েছে। লিওয়ার কৃষি শ্রমিক থেকে শুরু করে রাসাল খাইমার মোটর মেকানিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে দেশে ফিরে যেতে হয়েছে।
যার নেতিবাচক প্রভাব পড়ে রেমিটেন্স প্রবাহে। এটা ঠিক যে এই ভিসা বন্ধের পুরো সময়টা আমাদের জন্য ছিল ‘এসিড টেস্ট’।
অপরাধ তালিকা থেকে বাংলাদেশিদের ‘গুড-বুক’ এ আসা ঃ আমিরাতে বিচারিক প্রতিষ্ঠান কিংবা কারাগারগুলোয় অপরাধ কর্ম ও অপরাধীর তালিকায় শীর্ষ অবস্থান থেকে বাংলাদেশিরা এখন এদেশের ‘গুড-বুক’ এ আসতে শুরু করেছেন। ইউএই’তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান এদেশের সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে দুতিয়ালি করতে যেয়ে তাঁর অভিজ্ঞতা থেকে এ কথা জেনেছেন এবং মনে করছেন যে ভিসা খোলার একটা উপযুক্ত পরিবেশ বর্তমানে বিরাজমান। তাই যে কোন সময় ভিসা খোলার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি প্রবাসীদের প্রতি এদেশের আইন শৃঙ্খলার প্রতি সম্মান দেখিয়ে নেতিবাচক কোন পরিস্থিতি যাতে আমাদের এ অর্জনকে বিপথগামী না করে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ ভিসা পুনরায় চালুর ব্যাপারে আমাদের এ সময়ের কর্মকা-কে বিবেচনায় আনা হবে। তাই এক্ষেত্রে হতাশার মেঘ কেটেছে কিছুটা।
যদিও আমিরাতে ভিসা বন্ধের এ কঠিন সময়ে জনশক্তি রপ্তানির সম্ভাবনার নতুন দিগন্ত উম্মোচনকারী দেশ ওমান হতে আসছে অশনি সংকেত। ফ্রি ভিসার নামে আদম ব্যাপারিদের অবাধ ভিসা বাণিজ্য সেখানে প্রচুর কর্মহীন বাংলাদেশির জন্ম দিয়েছে, আর তাদের কেউ কেউ অপরাধ কর্মের সাথে জড়িয়ে পড়ায় এখন ওমানের এই বাজারটি আমরা হারাতে যাচ্ছি। কাতারে চলছে অবৈধভাবে সে দেশে অবস্থানকারীদের সে দেশ ত্যাগের জন্য সাধারণ ক্ষমা। সৌদি আরব ও আমিরাত এখন সবার কাছে কাছে নতুন আশার পিদিম।
সর্বনিম্ন মজুরীর ব্যাপারে নেই আশাব্যাঞ্জক খবর ঃ
বিশ্বব্যাপী তেলের দরপতন মধ্যপ্রাচ্যের শ্রমেরবাজারে এনেছে বিরূপ প্রতিক্রিয়া। গালফ কো অপারেশন কাউন্সিল ভুক্ত দেশগুলোতে বর্তমানে জিডিপি প্রবৃদ্ধির হার ২.৩ শতাংশ। ২০১৭ সালে তা বেড়ে দাঁড়াবে মাত্র ২.৫ শতাংশ। সম্প্রতি আবুধাবীতে হয়ে যাওয়া মিডল ইস্ট সোসাইটি ফর হিউমান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট এর একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশি এক কূটনীতিক এই প্রতিনিধিকে জানান, এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম, ফিলিপাইনসহ আরো বেশ কিছু দেশ অংশ নেয়। এতে আলোচনায় স্পষ্ট করে দেয়া হয় যে কিছু দেশের ইকনোমিক বুম (অর্থনৈতিক প্রবৃদ্ধি)’র কারণে কেউ যদি সর্বনিম্ন মজুরির অযৌক্তিক বৃদ্ধির কথা বলেন তাহলে এখানে আজকের মাঠ বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ হবে না। আর তারা ন্যুনতম মজুরি নির্ধারণের পর তা কমপক্ষে দুই বছরের জন্য বাড়ানো যাবে না এইমর্মে নিশ্চয়তা চান। তাই মাঠ বাস্তবতার আলোকে বাংলাদেশ ন্যুনতম মজুরি ৮ শ দিরহামের মধ্যেই রাখছে। যা একমাত্র নেপাল ছাড়া বাকি সবগুলো দেশের ক্ষেত্রে এক হাজার দিরহাম বা তাঁর চেয়ে বেশী। তবে কাজের দক্ষতার ভিত্তিতে তার পরিবর্তন হতে পারে।
রিলিজ বা ভিসা ট্রান্সফার হচ্ছে না আগে ঃ আবুধাবীর কূটনৈতিক সূত্র ভিসা খোলার আগে ভিসা ট্রান্সফার চালুর একটি ইঙ্গিত দিয়েছিল, যদিও বর্তমানে তারা তাঁদের অবস্থান থেকে সরে এসেছেন। এটি ভিসা ট্রান্সফার প্রার্থীদের জন্য নিঃসন্দেহে একটি দুঃসংবাদ। রিলিজ/ ট্রান্সফার চালু হচ্ছে বাংলাদেশিদের জন্য একটি ‘কেস সেন্সেটিভ ইস্যু। আমিরাতে নতুনভাবে ভিসা খুলুক আর নাই খুলুক অন্ততঃ রিলিজ/ ট্রান্সফার চালু হলে প্রবাসীরা হাঁপ ছেড়ে বাঁচতেন। ভিসা ট্রান্সফার চালু হলে প্রবাসে নেমে আসতো স্বস্তি। কোম্পানিতে কাজ না থাকায় বেতন ভাতা বন্ধ হয়ে পড়াসহ বিভিন্ন কারণে চাকরি হারিয়ে বহু সংকটে পড়েছেন বাংলাদেশিদের অনেকেই। ভিসা খোলার আশায় তাঁরা দিন গুণে হয়রান হয়েছেন, চেয়েছেন অন্ততঃ ভিসা ট্রান্সফার চালু হোক। এরিমধ্যে অনেকে হয়ে পড়েছেন অবৈধ। জেল জরিমানার দ- গুণতে হবে জেনেও কেবল ভিসা ট্রান্সফার চালুর আশায় তারা রয়ে গেছেন আমিরাতে। কিন্তু তা ভিসা খোলার আগে চালু হচ্ছে না বলে দূতাবাস সূত্রে জানা গেছে। আগাম রিলিজ চালু হলে প্রবাসীরা দ্রুত কোম্পানি বদল করবেন, তাতে জনশক্তির বাজারে একটা ভারসাম্যহীনতা দেখা দেবে, তা আমিরাত কর্তৃপক্ষ বিবেচনায় আনছেন। তাই তাঁরা ভিসা রিলিজ/ ট্রান্সফার
চালু করতে যাচ্ছেন ভিসা চালুর একই সাথে।
কবে চালু হচ্ছে ভিসা ঃ কবে চালু হচ্ছে ভিসা… এ প্রশ্নটি হচ্ছে এখন লাখো প্রবাসীর কাছে পয়েন্ট অব ইন্টারেস্ট বা আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমিরাতি সরকারি প্রতিনিধিদল বাংলাদেশে তাঁদের গুরুত্বপূর্ণ সফর সম্পন্ন করেছেন, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান প্রতিনিধিদলের সাথে থেকে পুরো সফরটি সমন্বয় করেছেন। দূতাবাসের সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিনিধিকে বলেছেন, এ সফর অত্যন্ত ফলপ্রসু হয়েছে। এখন বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির ব্যাপারে তাঁরা নতুন করে সমঝোতা স্মারক বা গঙট স্বাক্ষর করবেন, যার পরপই ভিসার দ্বার অবমুক্ত করা হতে পারে। জটিল কোন পরিস্থিতির উদ্ভব না হলে মধ্য ডিসেম্বরের মধ্যে ভিসা খোলার সম্ভাবনা আছে। দূতাবাসের সূত্রটি বলেছে আমরা ডিসেম্বরের মধ্যে ভিসা খোলার যে আশ্বাস পেয়েছি তার বাস্তবায়ন দেখতে চাই, যেমনটা দেখতে চান লাখো প্রবাসী। প্রবাসীরা ভিসা পুরোপুরি না খোলা অবধি জোরালো ভিসা ডিপ্লোমেসি অব্যাহত থাকুক এটা চান সরকারের কাছে
Ismail
Wed, 9 Nov 2016 12:50 EST
Vissa open hoiletu valo butt bangladesher dalal shalara jei taka nei jaiatu taka othaiteothaite hukar Val poira nai India Nepal sob desher manus onek kom takai vissa pa i
Asiya Haroon Khan
Wed, 9 Nov 2016 09:43 EST
uae visa
i just wanted to tell that i am a uae born girl staying in bd eith my family who r also born in uae except my mom nd dad .
its getting really hard fr us ovrt here i want to go back to my uae i loved it sooo much my dad stayed there for 45 years nd we r lyk half a membr of uae.
i really want the uae visa shuld open i wanna go bacm coz i dnt even knw hw to speak proper bengali or write nd read coz i m nt one of dem at all staying wid the arabs i jux knw half arabic to speak bt completely i knw hw to read nd write...
i speak in english wid my family...plz i beg da embassy to open up the visa..hope u show mercy on us.
Helal
Wed, 9 Nov 2016 07:20 EST
Bangladesh
Bangladesh..... তুই আলাপ করা শেখ আগে । উত্তম খারাপ কি বলিছে সে তো বলিছে ভিসা খোলার সুযোগ আছে / খুলতে পারে । তুই কি বাংলাও ঠিক মতো পড়তে পারিস না ? তোদের মতো মূর্খ দের জন্য বাংলাদেশের এই অবস্থা । তোরা বিদেশে যেয়ে আকাম ছাড়া ভাল কাজ করবি বিশ্বাস হয়না । ব্যাবহার ভাল কর এবং কিভাবে মানুষের সাথে আলাপ করতে হয় শেখ বাবা মায়ের নিকট থেকে । বিদেশে যেয়ে তুই যে ভাল ব্যাবহার / ভাল কাজ করবি এই আসা করা যায় না ।
Asif
Wed, 9 Nov 2016 05:37 EST
shawon
bhai valo achen onek din pore line dekhlam. thik bolsen bhai. visa ta khulle to shobar jonno valo. doa kori via ta jeno tara tari khule.
shawon
Wed, 9 Nov 2016 01:16 EST
Hi Everyone
In Sha Allah Uae ebar amdr visa open korbe.
R ekhane ekjon arekjon k dosharop kora ba baje kotha bola uchit na. karon eta karo personal bepar na. karo kichu korar nai ekmatro Allah'r ichchae Uae sorkar er manobikotai abar visa open korte pare.
valo thakben shobai.
Allah Hafez
all idiotic people
Wed, 9 Nov 2016 00:59 EST
be calm down
DO NOT CRY LIKE AN IDIOT. PLEASE BE PATIENT TILL ANNOUNCEMENT COME FOR US. Please do not blame to each other.

Be hopeful for UAE VISA. it will comes true SOON .
still this issue under observation by UAE authority.

Further very soon Announcement will come.....
Just pray to God......
Saddam
Tue, 8 Nov 2016 18:31 EST
Bica open
Bica open hobby Na . Kotu pagul cagul ai khany acy ?

Post a comment on this page

We invite you to share your experiences with the United Arab Emirates Embassy — obtaining visas and other services, locating the building, and so on. Your comments may be seen by the public, so please do not include private information.

Your name
Headline
Your message
Max 2000 characters
 

This web site is not operated by the Embassy and your comments and questions will not necessarily be seen by its staff. Please note that this is not a forum for broad debate about the foreign policy of the United Arab Emirates, and such topics will be deleted.